আল্লাহ তায়ালা এক তাঁর কোন শরীক নাই । আল্লাহ তায়ালা অনাদি তাঁর গুনাবলী ও অনাদি । আল্লাহ তায়ালা ব্যতীত সব কিছুই তার সৃষ্ট । জ্ঞান ও চক্ষু আল্লাহ তায়ালাকে আয়ত্ব করতে পারে না । আল্লাহ তায়ালা কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। আল্লাহ তায়ালা ছাড়া কোন সত্য মাবুদ নাই ।
শ্রেষ্ট ব্যক্তি সেই, যার মধ্যে পাঁচটি গুন আছে- ১। যে আল্লাহ তা’আলার এবাদতকরে, ২। সৃষ্টি জগতের উপকার করে, ৩।মানুষকে তার আনিষ্টতা থেকে নিরাপদে রাখে, ৪। মানুষের কাছে যে ধন-দৌলত আছে, এত্থেকে নিরাশ থাকে ৫। মৃত্যুর জন্যে সব সময় প্রস্তুত থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন